শুয়াইবুর রহমান চৌধুরীর মৃত্যুতে হিউম্যান রাইটসের আইনী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৩
সম্প্রতি বাংলাদেশ বিমানের চরম অবহেলা ও অব্যাবস্থার কারণে মৃত্যুণকারী শুয়াইবুর রহমান চৌধুরীর অস্বাভাবিক মৃত্যুতে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটসের পিস ফর বাংলাদেশ ইউকে শাখা । এ উপলক্ষে গত ৩০ নভেম্বর সংগঠনের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পূর্ব লন্ডনের প্রিন্সলেট স্টীটস্থ দর্পণ মিডিয়া সেন্টারে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট সাংবাদিক রহমত আলী ও পরিচালনা করেন যুগ্ম সম্পাদক আবুল হোসেন।
বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল মুকিত চুনু এমবিই, সহ সভাপতি ও ব্রিকলেন ট্রাস্টের চেয়ারপারসন শাহ মুনিম, ট্রেজারার মিসবাহ উদ্দিন আহমদ, লিগেল সেক্রেটারি সলিসিটর মনিরুজ্জামান, সাংবাদিক নাজমুল হোসাইন, বিশিষ্ট কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ ছোটন, কবি ও লেখক ফয়জুর রহমান ফয়েজ, আলমগির খান, নাসিম আহমেদ চৌধুরী, সাবের চৌধুরী, আনোয়ার খান, মরহুমের ছোট ভাই সাইফুর রহমান চৌধুরী শাহেদ প্রমূখ। তাছাড়া ঘটনার সময় প্রত্যক্ষদর্শী বিমানযাত্রী খলিলুর রহমান সে সময়ের ঘটনার বর্ণনা করেন।
বক্তারা এ ঘটনায় বিমানের উদাসীনতা, ব্যবস্থাপনা ও চরম অবহেলায় তীব্র খুব ও প্রতিবাদ জানান। সাথে সাথে এ ব্যাপারে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়। সভায় এ মৃত্যুটি অস্বাভাবিক হওয়ায় সংগঠনের পক্ষ থেকে উক্ত সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মনজিল মোরসেদ এর সার্বিক সহযোগিতায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। সভা শুরুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি