ভাগাভাগির নির্বাচন জনগণ প্রত্যাখান করবে : লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে বক্তারা
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গত ১০ ডিসেম্বর রবিবার লন্ডন মহানগর শাখা পূর্ব লন্ডনের আল খায়ের কনফারেন্স হলে এক সমাবেশের আয়োজন করা হয়।
এতে লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহসভাপতি শায়খ মাওলানা ছালেহ আহমদ হামিদী,সহসভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,সহসভাপতি শায়খ মাওলানা নাজিম উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।
অন্যান্যদের বক্তব্য রাখেন লন্ডন মহানগর শাখার সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন, সহসভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, সহসভাপতি মাওলানা শামছুল হুদা, সহসভাপতি আলহাজ্ব কবি সৈয়দ রফিকুল হক,সহসাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান,বায়তুলমাল সম্পাদক মাওলানা শরিফ আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা মুছা আহমদ চৌধুরী,সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান সিরাজ, নির্বাহী সদস্য মাওলানা নাঈম উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার একতরফা নির্বাচন করে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘোষিত তফসিল ঘৃণার সাথে প্রত্যাখান করে নির্বাচনকে বর্জন করেছে। আওয়ামীলীগ সরকার নিজেদের তল্পিবাহক কিছু রাজনৈতিক দলের মধ্যে আসন সমঝোতা করে নির্বাচনের নামে আর একটি নাটক মঞ্চস্থ করছে। দেশের জনগণ ভাগাভাগির এই নির্বাচন প্রত্যাখান করবে। তারা আরো বলেন, ভোটের অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সর্বশক্তি দিয়ে একতরফা নির্বাচন প্রতিহত করতে হবে।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বলেন, জেল জুলুম ও নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। অবিলম্বে শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক সহ কারাবন্দি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি