মিল্টন কিনসে বিজয় দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩
মিল্টন কিনসে শিশুকেন্দ্রিক কমিউনিটি গ্রুপ ‘ঘুড়ি’ বিজয় দিবস পালন করেছে ।১৬ ডিসেম্বর ২০২৩ শেনলি ব্রুক এন্ড কমিউনিটি সেন্টারে বিজয় দিবস পালন করা হয় । অনুষ্ঠানে মিল্টন কিনসসহ পার্শ্ববর্তী শহরের বাংলাদেশী পরিবার অংশগ্রহণ করে । অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়াসহ, চিত্রাঙ্কন ও বাংলাদেশী খেলাধুলার ব্যাবস্থা করা হয় ।
আয়োজকেরা জানান, তারা বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন বাংলাদেশি অনুষ্ঠানের আয়োজন করে আসছেন । এসব আয়োজনের মধ্য দিয়ে বিদেশে বেড়েওঠা আমাদের সন্তানদের বাংলাদেশী ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য পরিচয় করিয়ে দেয়ার চেষ্টা করা হয় । এই অনুষ্ঠানের স্পন্সর ছিল মিল্টন কিনসের গ্রোসারি শপ আল-আনসার ও লন্ডনের প্রিন্টিং প্রেস ফেইথ । মিডিয়া পার্টনার ছিল সাপ্তাহিক জনমত ও ফান্ড রেইজিং প্লাটফর্ম গোগিভিং। সংবাদ বিজ্ঞপ্তি