যুক্তরাজ্যের ইয়র্ক আ.লীগের বিজয় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৩
যুক্তরাজ্যের ইয়র্ক আ.লীগের উদ্যোগে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ইয়র্ক আওয়ামী লীগ ব্যতিক্রমী এক আয়োজন করেছে। ইয়র্ক শহরে অবস্থিত ৩ টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন দেশের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরা হয়। গত রবিবার (১৭ ডিসেম্বর) রাতে মুম্বাই লাউন্স নামের এক অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইয়ার্ক আওয়ামী লীগের সভাপতি রাকিব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন ইয়র্ক আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ ফারুক আহমেদ, হায়দার আলী, কাহের আহমদ, রুবেল চৌধুরী, শাহ মাহতাব, সাংগঠনিক সম্পাদক ওলী আহাদ, আবদুল রাহিম, সুয়েফ আহমেদ প্রমুখ।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সহ মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া জাতীয় বীরদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্যে নেপাল, ভারত, মায়ানমার, ইতালি, ফ্রান্স, সোমালিয়া ও আরব দেশের নাগরিকও ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি