জমজমাট আয়োজনে নর্থাম্পটনে গাফলা প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৩
এহসানুল ইসলাম চৌধুরী শামীম :: নর্থাম্পটনে প্রথমবারের মতো জমজমাট আয়োজনে গাফলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শহর থেকে আসা প্রায় ১০০ টি দলের অংশগ্রহণে ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক ও কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে নর্থাম্পটনে এনবিএ সেন্টারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মূলত ব্রিটেনে বেড়ে উঠা তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এই খেলার আয়োজন করা হয়। এ খেলা আয়োজন করেছিলেন নর্থাম্পটনের ফাহাদ, রেদওয়ান, দিলওয়ার, ফয়েজ, ইউসুফ, কামরান, মবশির ও মামুন। সার্বিক সহযোগীতায় ছিলেন এনবিএ চেয়ারম্যান আকিক মিয়া ও আজাদ তাপাদার।
গত ১৮ ডিসেম্বর সোমবার রাত থেকে খেলা শুরু হয়ে পর দিন ১৯ ডিসেম্বর সকালে খেলা শেষ হয়। গাফলা খেলায় স্পন্সর ছিলো ডাহাব, জমজম সুপার মার্কেট, রিয়ো পিরিপিরি, বেঙ্গল স্পাইস, এম এইচ টেইলর, মোগল ডায়নাস্টিক, বুনজ।
ফাইনালে বিজয়ী হয়ে নগদ ৬০০ পাউন্ড ও টফি জিতে নে লুটনের ফয়জুল জামান, দ্বিতীয় হয়ে নগদ ৩০০ পাউন্ড ও টফি জিতে নেন নর্থাম্পটনের ফয়েজ ইসলাম, তৃতীয় হয়ে ২০০ পাউন্ড ও টফি জিতে নেন লন্ডনের রেজাউল করিম। চতুর্থ হয়ে ১০০ পউন্ড ও টফি জিতে নেন নর্থা ম্পটনের রুহেল আহমদ। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন আয়োজক ও কমিউনিটির বিশিষ্টজনেরা।