দর্পণ বাংলা বুক ক্লাবের উদোগে মহান বিজয় দিবস পালন ও কবি সম্মাননা
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৩
দর্পণ বাংলা বুক ক্লাব লন্ডনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এছাড়া ক্লাবের পক্ষ থেকে চ্যানেল এস টেলিভিশনের শেফিল্ড প্রতিনিধি কবি ও লেখক আহমদ হোসেন হেলালকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ১৮ ডিসেম্বর ইস্ট লন্ডনের ৩৭সি প্রিন্সলেট স্ট্রিট দর্পণ মিডিয়া সেটারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুক ক্লাবের চেয়ারপার্সন সাংবাদিক রহমত আলী। সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারী সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মুইয়ূম মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দর্পন বাংলা বুক ক্লাবে সিনিয়র সহ সভাপতি এ কে এম জিল্লুর রহমান জিলানী, সহ সভাপতি কবি আসমা মতিন, কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি আবু মকসুদ, নোমানুল ইসলাম চৌধুরী, সাংবাদিক সারওয়ার ই আলম, সৈয়দ হিলাল সাইফ, আয়েশা বেগম, শিমূল আহমেদ প্রমুখ। বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দর্পণ বাংলা বুক ক্লাবের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। সাথে সাথে এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, দর্পণ বুক ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি মাসে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কবি-সাহিত্যিকদের সম্মাননা প্রদান করে থাকে। এ সমস্ত অনুষ্ঠানে মেয়র, স্পীকারসহ বিভিন্ন জনপ্রতিনিধি অতিথি হিসাবে যোগদান করেন। এর ধারাবাহিকতায়, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পীকার জায়েদ বক্ত চৌধুরী, নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, ক্যামডেন কাউন্সিলের মেয়র রহিমা রহমানসহ আরো অনেকে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যোগদান করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি