নর্থাম্পটনে ক্যারাম প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন আকবর আলী ও আফজল হাসান
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৩
এহসানুল ইসলাম চৌধুরী শামীম:: ব্রিটেনের নর্থাম্পটন শায়ারের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নর্থাম্পটনে এনবিএ ডাবলস ক্যারাম বোর্ড প্রতিযোগিতা ২০২৩ সম্পন্ন হয়েছে। গত সোমবার রাতে নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশনে শুরু হয়ে মঙ্গলবার সকালে সফলভাবে শেষ হয়। খেলায় বিভিন্ন শহরের ১৬টি দল অংশ নেয়।
এ প্রতিযোগিতা আয়োজন করে নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন(এনবিএ) । খেলা দেখার জন্য বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। তারা রাতভর খেলা উপভোগ করেন। সারা রাত ব্যাপী অনুষ্ঠিত ফাইনালে খেলায় আকবর আলী ও আফজাল হাসান জুটি শাকিল শেখ ও লেলিন আহমদ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তীব্র প্রতিদ্বন্দিতা পূর্ণ খেলা হয়। এবার চমক দেখালেন আকবর ও আফজল।
খেলায় ক্যারাম প্রতিযোগীতায় নর্থাম্পটন শায়ারে নতুন চ্যাম্পিয়ন হওয়ায় খুবই খুশী আকবর আলী ও আফজল হাসান। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। ক্যারাম প্রতিযোগীতায় আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন, আকবর আলী ও আফজল। পাশাপাশি তারা এ ধরনের ক্যারাম প্রতিযোগীতা প্রতি বছর করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
আয়োজকর বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাদ উদ্দিন ও দারা মিয়া জানিয়েছেন, এ ধরনের ক্যারাম প্রতিযোগিতা আমরা প্রতি বছর আয়োজন করবো, ইনশাআল্লাহ। আগামীতে আমরা আরো বড় আকারের ক্যারাম প্রতিযোগীতা আয়োজন করবো।
উল্লেখ্য, প্রতি বছর ক্রিসমাস ডে তে এনবিএ আয়োজিত এ ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।