বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি নেতা মোহাম্মদ হরমুজ আলীকে শোকজ
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৩
বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হরমুজ আলীকে কারণ শোকজ করেছে যুক্তরাজ্য বিএনপি।
বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া পদবী প্রচারের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের পাশাপাশি নেতাকর্মীদের বিভ্রান্ত করার অভিযোগে তাকে এই শোকজ করা হয়।
যুক্তরাজ্য বিএনপির সহ দপ্তর সম্পাদক (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) সেলিম আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
নোটিশের লিখিত জবাব আগামী ০৭ দিনের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং বিএনপির কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বরাবরে জানানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
একই সাথে দলের সর্বস্তরের নেতাকর্মীকে শোকজ প্রাপ্ত ব্যক্তির সাথে দলীয় সম্পর্ক বজায় না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি