ইস্টহাম মুসলিম কমিনিটি অ্যাসিসোয়েশনের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪
ইস্টহাম মুসলিম কমিনিটি অ্যাসিসোয়েশন ইউকের আয়োজনে লন্ডনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যার সময় ফ্লিন্ডার কমিনিটি সেন্টারে এ ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইস্টহাম মুসলিম কমিনিটি অ্যাসিসোয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো: আব্দুল মতিনের পরিচালনায় ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আব্দুর রহমান মাদানী, হযরত বেলাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারী নিয়াজ মোহাম্মদ, শ্রীলঙ্কান মসজিদের ইমাম ও খতিব সাঈয়েদ মাওলানা রিয়াজ আহমেদ।
এসময় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আব্দুর রহমান মাদানী কমিটির পক্ষ থেকে একটি মসজিদ নির্মাণের জন্য আহ্বান জানালে কমিনিটি পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। তিনি এই মসজিদসহ ব্রিটেনে সকল সমজিদে সহযোগীতার হাত প্রসারিত রাখতে সকলকে অনুরোধ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন,মোহাম্মদ আলী,আব্দুল হক,আব্দুল কাসিম, নুর জাহিরুল ইসলাম, আব্দুল আলীম,হাবিবুর রহমান,আব্দুর রব, মাসুম, আলতাব, আখতার, সাত্তার, মারুফ, জাকারিয়া, হাসান, সাদিক, বাহার, বুরহান, সাদিক, হাসান, আসাদ , শরিফ, মিছবা, মে: রহমান প্রমুখ। পরে ফিলিস্থিনসহ দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি