অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সাথে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪
বিশিষ্ট শিক্ষাবীদ ও দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়েল মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সাথে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জানুয়ারী সোমবার রাতে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে এই সভার আয়োজন করা হয়।
এতে সংগঠনের আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফ গাজীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা এম এ মুকিত, খান জামাল নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, সলিসিটর ও লেখক মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাংবাদিক জয়নাল আবেদীন, শেখ ইস্তাব উদ্দিন আহমদ, ফারুক আহমদ সুন্দর, হাজী ফারুক মিয়া, সাংবাদিক খালেদ মাসুদ রনি, সেলিম হোসেন প্রমুখ।
সভায় বক্তারা সিলেটে নারী শিক্ষার উন্নয়নে বলিষ্ট ভূমিকা পালন করার জন্য অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারকে অভিনন্দন জানান পাশাপাশি তাঁকে আরো কাজ করার অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সিলেটে বিদেশে যাওয়ার প্রবনতা বেশী হওয়ায় শিক্ষার হার কমে যাচ্ছে। মেধা বিদেশে পাচার হচ্ছে । তাই সরকারী ও বেসরকারী পর্যায়ে শিক্ষার উপর গুরুত্ব প্রদানের আহ্বান জানানো হয় ।
অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার তরফদার বলেন, নুরজাহান মেমোরিয়েল উইমেন্স ডিগ্রী কলেজে বর্তমানে ৩ হাজার ছাত্রী অধ্যয়ন করছে। সিলেট বিভাগের মধ্যে এ কলেজ দুইবার প্রথম স্থান অধিকার করেছে। এ কলেজ থেকে লেখাপড়া শেষ করে শিক্ষিত মেয়েরা ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। তিনি সকলের আরো সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, তাঁর পিতার অনুপ্রেরণায় তিনি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ও শিক্ষকতার জীবনকে বেছে নেন। এ মহান পেশায় সফলতা লাভ করতে অনেক ত্যাগ করতে হয়েছে।
সভায় পবিত্র কুরআন থেকে তেলাওত করেন খান জামাল নুরুল ইসলাম। এসময় অতিথিকে ফুল দিয়ে সংগঠনের নেতৃবন্দ বরণ করেন। পরে সিলেটের প্রয়াত বিভিন্ন শিক্ষাবীদের মৃত্যুতে দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি