বাংলাদেশী পর্তুগীজ ওয়ালফেয়ার অরগানাইজেশন ইউকের অভিষেক ও সাংস্কৃতিক
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৪
বাংলাদেশী পর্তুগীজ ওয়ালফেয়ার অরগানাইজেশন ইউকের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত ৬ জানুয়ারী শনিবার বিকাল ৫টায় পূর্ব লন্ডনের এক হলে বাংলাদেশী এই অনুষ্ঠানের আয়জন করা হয় ।
এতে সংগঠনের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান ও সহসভাপতি মো. নিজাম উদ্দিনের যৌথ উপস্থাপনায় পবিত্র কুরআন তেলওয়াত করেন আবুল হোসেন। এসময় সমবেতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মাইউম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন এনফিল্ড কাউন্সিলের ডেপুটি মেয়র মো. আমিরুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আব্দুল মান্নান নজরুল, কাউন্সিলর বেলাল আহমেদ, মোঃ হাবিবুর রহমান খোকন, আব্দুল কাইয়ুম, মোঃ হাফিজুর রহমান মুন্না, মোঃ শামীম, মোঃ শেখ ফরিদ, মোঃ আলমগীর, মোঃ মিরাজ, মোঃ টুটুল, মোঃ ফিরোজ, মোঃ আফজাল, মুক্তিযোদ্ধা মোঃ আলী , মোঃ মামুন, নুরুল ইসলাম সেন্টু, রুমা জাফর। এছাড়া অনুষ্ঠানে ইতালি, স্পেন, ফ্রান্স, পর্তুগালের ও স্থানীয় কমিনিটির মানুষজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোঃ লুতফর রহমান ও সহ সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সহ সভাপতি হাবিবুর রহমান খোকন, কোষাধ্যক্ষ পিয়ার মাহমুদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনসহ কমিটির ৩১ সদস্য ঘোষণা ও সবাইকে পরিচয় করিয়ে দেন আহবায়ক কমিটির আহবায়ক মোঃ নিজাম উদ্দিন।
অনুষ্ঠান শেষে জসিম হাওলাদার, হারুন মহিউদ্দিন, মোঃ শাহিন, মোঃ শাফি ও আতিকুর রহমান এর তত্ত্বাবধানে শিশুদের চিত্রাঅংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়। পরে পিয়ার মাহমুদ খান পাপ্পুর উপাস্পনায় সঙ্গীত শিল্পী মোঃ হেলাল ,তাজনিন তন্নি , জিএস রাসেল ও বাউল শহিদ , উদীচি শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় আনন্দে মেতে উঠেন সবাই। সব শেষে রাতের খাবার পরিবেশন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি