সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ জুয়েল সংক্ষিপ্ত সফরে সস্ত্রীক লন্ডন এসেছেন
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৪
সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ও প্রাবন্ধিক মোহাম্মদ জুয়েল গত ২১ জানুয়ারি এক সংক্ষিপ্ত সফরে স্বস্ত্রীক লন্ডন এসেছেন ।
লন্ডনে অবস্থানকালে তাঁর সম্পাদনায় প্রকাশিতব্য ‘বালাগঞ্জের ইতিবৃত্ত’ গ্রন্থে প্রবাসীদের জীবনযাত্র, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে সম্পৃক্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পরিচিতি সংগ্রহ করবেন । বালাগঞ্জের সমাজসেবক, শিক্ষানুরাগী, সমাজসেবী এবং উন্নয়নে নিবেদিত ব্যক্তিদের সমাজসেবামূলক কাজের পরিচিতি উক্ত গ্রন্থে তুলে ধরা হবে।
পাশাপাশি বৃটেনে বসবাসরত বালাগঞ্জের নতুন প্রজন্ম- যারা শিক্ষা, ব্যবসা, চাকরি ও সমাজসেবায় কৃতিত্ব ও সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন তাদের সংক্ষিপ্ত পরিচিতিও উক্ত গ্রন্থে প্রকাশ করা হবে ।
এছাড়াও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে বালাগঞ্জের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে যারা বিভিন্নভাবে অবদান রেখেছেন তাঁদের তথ্য-উপাত্ত গ্রন্থটিতে সন্নিবেশ করা হবে।
তিনি যুক্তরাজ্যে অবস্থানকালে ‘বালাগঞ্জের ইতিবৃত্ত’ গ্রন্থের তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য প্রবাসী কমিউনিটি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন । তাঁর সাথে যোগাযোগ করতে কিংবা গ্রন্থের জন্য যেকোনো তথ্য পাঠাতে নিম্নের মোবাইল নাম্বার ও ইমেইলে যোগাযোগ করা যাবে । ইমেইল- jewel769@ymail.com, মোবাইল 0088 01711-335 830 (হোয়াটসঅ্যাপ) ও 07398 933 267 (মিফতা আহমদ, ইউকে) ।
তিনি লন্ডন সফর শেষে আগামী ২৬ ফেব্রুয়ারি সোমবার লন্ডন থেকে পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দেবেন এবং ৪ মার্চ ওমরাহ পালন শেষে দেশে ফিরবেন।
উল্লেখ্য, এডভোকেট মোহাম্মদ জুয়েল সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন । তিনি সিলেট জেলা যুবলীগের প্রাক্তণ সাংগঠনিক সম্পাদক, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের বর্তমান যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য। সংবাদ বিজ্ঞপ্তি