যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ১০ প্রবাসীকে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৪
স্বদেশে আগমন উপলক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১০ প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ০৪ ফেব্রুয়ারি রোববার দুপুরে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনাপ্রাপ্ত প্রবাসীরা হলেন-যুক্তরাজ্য প্রবাসী হেলাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বুরহান উদ্দিন, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ছালেহ আহমদ ছালিক, যুক্তরাজ্য প্রবাসী মঞ্জুর আহমদ ফৌজদার রুহেল, যুক্তরাজ্য প্রবাসী তোফায়েল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আজির উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহেদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মোস্তাক আহমদ সৌরভ ও যুক্তরাজ্য প্রবাসী মহি উদ্দিন মুন্না।
অনুষ্ঠানে লদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মইনুল ইসলামের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ রিফুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী হেলাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বুরহান উদ্দিন, ফিনল্যান্ড আওয়ামীলীগ সভাপতি ছালেহ আহমদ ছালিক, যুক্তরাজ্য প্রবাসী মঞ্জুর আহমদ ফৌজদার রুহেল, যুক্তরাজ্য প্রবাসী তোফায়েল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আজির উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহেদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ হোসেন ও যুক্তরাষ্ট্র প্রবাসী মোস্তাক আহমদ সৌরভ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৭ম শ্রেণীর শিক্ষার্থী তানজিম হুসেন। গীতা পাঠ করেন ৭ম শ্রেণীর শিক্ষার্থী তৃষা রাণী পাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সভাসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শাহ্ মোঃ ফারুক, তেতলী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড মেম্বার আক্তার হোসেন, তেতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজামুর রহমান নিজাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ, বলদী যুব সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি রুবেল আহমদ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল মেহেদি তালুকদার, সাজিয়া খানম, শিপন রুদ্র পাল, মাওলানা জিলাল আহমদ, জিয়াদ উদ্দিন, প্রবির দত্ত, শামীম আহমদ, সাজিদুর রহমান অপু, জান্নাতুল ফৌরদোস, ওয়ারিছ আলী ও সুহেল আহমদ, শিপন আহমদ, ৮ম শ্রেণীর শিক্ষার্থী রামীমা খাতুন মীম প্রমুখ। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জিলাল আহমদ।
সভায় বক্তরা বলেন, দেশ ও দেশের মানুষের প্রতি প্রবাসীদের টান রয়েছে। যেকারণে দেশের যেকোনো দুর্যোগে প্রবাসীরা সবার আগে হাত বাড়ান। মানুষে পাশে দাঁড়ান। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনস্বীকার্য। এসময় তারা বিদ্যালয়ের শিক্ষার উন্নয়নে প্রবাসীদের কাজ করার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি