পূর্ব লন্ডনে কিটিবুবু ক্যাফে ও উইম্যানস্ ট্রেনিং সেন্টারের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৪
পূর্ব লন্ডনের হোয়াইট চ?্যাপেলের ৩০ টার্নার স্ট্রিটে কিটিবুবু ক্যাফে ও নতুন উইম্যান ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ?্যামলেটস্ কাউন্সিলের স্পিকার জাহেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ?্যাত আলেম হাফিজ মাওলানা আবু সায়ীদ, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি সাংবাদিক মোহাম্মদ রহমত আলী এবং কবি সাংবাদিক শিহাবুজ্জামান কামাল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটিজেন অ্যাডভাইজ ব্যুরোর অ্যাডভাইজার রেদওয়ান সাঈয়েদ, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি জেনারেল দেলওয়ার হোসেন, কাউন্সিলার বদরুল চৌধুরী, মালবারি গার্লস স্কুলের প্রতিনিধি সাবিনা খান। মিডিয়া সাপোর্টে ছিলেন বিলেতের অন্যতম টেলিভিশন চ্যানেল এস।
সেন্টারের পরিচালক সৈয়দা নাসিম কুইন সেন্টারে বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, আমরা মহিলাদের নিয়ে কাজ করতে চাই এবং তাঁদেরকে স্বাবলম্বী করতে চাই। এখানে থাকবে ইংরেজি শিক্ষা, কাস্টমার সার্ভিস, বিজনেস আইডিয়া এবং ঘরে বসে কীভাবে পরিবারকে সময় দিয়েও কাজ এবং উপার্জন করার প্রশিক্ষণ, হাউজিং অথবা বেনিফিট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ। এব?্যাপারে তিনি কমিউনিটির নেতৃবৃন্দের সহযোগিতা ও দোয়া কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি