পার্লামেন্টের সামনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৪
বৃটিশ পার্লামেন্ট স্কয়ারের সামনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সেইভ বাংলাদেশ, সেইভ ডেমোক্রেসি, ফ্রী এবং ফেয়ার ইলেকশনের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। এসময় সেইভ বাংলাদেশ, সেইভ ডেমোক্রেসি স্লোগানে বৃটিশ পার্লামেন্ট স্কয়ার এলাকা মুখরিত হয়ে ওঠে।
এতে সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী আরিফ আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাওছার আহমদ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন, সুনামগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি আশিকুর রহমান আশিক, কানাইঘাট উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী সৈয়দ জামাল আহমদ, সিলেট সদর উপজেলা জামায়াতের সাবেক আমীর সুলতান খান, বিএনপির উলামা দলের কেন্দ্রীয় নেতা ও এনবিসি ইউকের উপদেষ্টা মাওলানা শামীম আহমদ, ছাতক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম ন্যান্সি, সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী হুসাইনুজ্জামান লিটন, সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক নেতা মিজানুর রহমান মিজান, লন্ডন মহানগর বিএনপির সায়েদ আহমেদ শাহারিয়ার জয়, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের উপদেষ্টা শামীমুল হক, এনবিসি ইউকের সহ সভাপতি মোঃ আসয়াদুল হক, আলী হোসাইন, জোবায়ের আহমদ, সেক্রেটারী তাহমিদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ,খান, মির্জা এনামুল হক,মো: আমিনুর রহমান, রায়হান আহমদ,ফয়জুল হক,মো: হেলাল উদ্দীন,আব্দুল ওয়ালি শামীম,মোহাম্মদ মাজেদ হোসাইন,মো: অলিউর রহমান,মো: অহিদুল ইসলাম,মো: আলম আহমদ,মোছা: নিপা বেগম,মিনহাজ উদ্দীন খান,মোহাম্মদ তাজুল ইসলাম, মাহফুজ আহমদ চৌধুরী, মো:ফজল আহমদ,মো: আমিনুল ইসলাম সফর,মকসুদ ইবনে ওয়াহিদ করেছ,মো: শাহাব উদ্দীন,মাহবুব আহমদ সালেহ,সায়েম আহমদ,মারুফ আহমদ,মাহফুজুর রহমান খান প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। কথা বলার অধিকার নেই। ডামী নির্বাচন করে ভোটের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ সরকার। তারা বলেন, এই নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধিনে একটি নির্বাচন দিতে হবে। মানববন্ধনে বেগম খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নটিংহ্যাম বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি কামাল চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল, বিএনপির নেতা নেকবর হুসাইন, নূরুল হুদা, এনবিসি ইউকের সেক্রেটারী পরিষদের সদস্য ইউসুফ আল আজাদ,আহমদ আলী,সুমেনা বেগম,মো: ছাবিদ মিয়া,রফিক আহমদ,কিবরিয়া আহমদ চৌধুরী,নজরুল ইসলাম,মো: মাহফুজুর রহমান,ইসলাম উদ্দীন,সায়েদ আহমদ,রাসেল আহমদ,মো: সাইফুর রহমান,মো: সাইফুল আলম,তারেক আহমদ,নিলুফা লাকী,মো: মুজিবুর রহমান,শিমুল ইসলাম,রেজাউল ইসলাম খান,আমিরুল মোমিন রেজা,আব্দুর রহমান,নাহিদ চৌধুরী,নাঈম রহমান,মুহিবুর রহমান,দিলোয়ার হোসেন,মোহাম্মদ আব্দুল মুনিম খান,শামসুজ্জামান মনজু,মো: সিদ্দিকুর রহমান,তোফায়েল আহমদ,নাসির হোসাইন অপু,শেখ আশরাফুজ্জামান,মো: ছাদ মিয়া,এমদাদুল হক,নাজমুল আহমদ মিনহাজ,সাইফুর রহমান ইমন,রায়হান উদ্দীন,মো: ইউসুফ নিজামী,মো: শামছুর রহমান,ফেরদৌস হাসান,হাবিবুর রহমান,মো: তাহমিদুল ইসলাম,মো: আব্দুল মোহাইমিন,ফাহিম আহমদ, শাহজাহান খান সানি, আলিম উদ্দীন,শেরওয়ান আলী,আলী উজ্জল,মো: রেজাউল করিম,জাকওয়ান আহমদ,মীর জাকারিয়া হোসেন,তারেক হাসান,শাহিন আহমদ,কাজী মোজাম্মেল হোসাইন,শামীম আহমদ,মো: আবুল কাশেম,শাহজাহান মিয়া,শহিদুর রহমান,আব্দুস সামাদ,কওছর আহমেদ চৌধুরী,হোসাইন খান,শেখ আবুল ফাত্তাহ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি