লন্ডনে ডেফোডিল প্রিপারটরি স্কুল চালু নিয়ে সেমিনার
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৪
ইস্ট লন্ডনে ডেফোডিল প্রিপারটরি স্কুল (ইন্ডিপেন্ডেন্ট ইসলামী স্কুল) নামে প্রতিষ্ঠান আগামী সেপ্টেম্বর থেকে কর্মাশিয়াল রোডে চালু হচ্ছে। বৃটিশ ন্যাশনাল কারিকুলামের সাথে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার মূল লক্ষ্য নিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন আনিসুজ্জামান। নতুন ছাত্র-ছাত্রী ভর্তি ও স্কুলের বিভিন্ন বিষয়ে তথ্য জানাতে গত রবিবার ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইস্ট লন্ডন মুসলিম সেন্টারে সেমিনারের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনিসুজ্জামানের সভাপতিত্বে ও জাফর সাদিকের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী স্কলার ও ইস্ট লন্ডন মসজিদের ইমাম-খতিব মাওলানা শেখ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের কেবিনেট মেম্বার আবু তালহা চৌধুরী, ইকবাল হোসেন, আহমেদুল কবির, গোলাম কিবরিয়া প্রমুখ।
সেমিনারে ইস্ট লন্ডন মসজিদের ইমাম-খতিব বলেন, ধর্মীয় মূল্যবোধ ও ইলামী শিক্ষা না থাকার কারণে আমাদের অনেক ছেলে-মেয়ে বিপথে চলে যাচ্ছে। বিপথ থেকে বিরত রাখতে সকল পিতা-মাতাকে বৃটিশ ন্যাশনাল তারিকুলামের পাশাপাশি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে অনুরোধ করেন। বিশিষ্ট এই ইসলামী স্কলার, ডেফোডিল স্কুল প্রতিষ্ঠা করার মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং সকল প্রকার সহযোগির আশ্বাস প্রদান করেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনিসুজ্জামান বলেন, ইসলামী স্কুলের চাহিদা আমাদের কমিনিটিতে অপরিসীম। শুধু ভালো রেজাল্ট হলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে ছাত্র-ছাত্রীকে নৈতিক শিক্ষাগ্রহণ করতে হবে এবং প্রত্যেক বাবা-মা এই বিষয়টার উপর গুরুত্ব আরোপ করেন। সংবাদ বিজ্ঞপ্তি