মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৪
গোলাপগঞ্জে মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় মীরগঞ্জ মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ছয়েফ উদ্দিনের সভাপতিত্বে ও মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি মোঃ দেলাওয়ার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরগঞ্জ আল-হেরা একাডেমির প্রিন্সিপাল জনাব আব্দুল আজিজ জামাল।
মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি হাফিজ আব্দুল মজিদ আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বাংলাদেশের প্রধান প্রতিনিধি আব্দুল মুত্তাদির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল মিয়া, মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফ বিল্লাহ, মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইউকে সদস্য ফখরুল ইসলাম, মিসবাহ উদ্দিন,স্পেন সদস্য ফয়েজ আহমদ,বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নুরুল আম্বিয়া, মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইউকে সদস্য নুরুল ইসলাম, সমাজসেবী নজরুল ইসলাম লুলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার রানিক, সমাজসেবী গৌছ উদ্দিন, মীরগঞ্জ মাদ্রাসার সহ সুপার মাওলানা জামাল উদ্দিন, মীরগঞ্জ দ্বিপক্ষীক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিসবাহ উদ্দিন,মাওঃসাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মেধাবী ও গরীব ৮৫ জন শিক্ষার্থীকে ৩হাজার টাকা করে নগদ বৃত্তি প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি