বড়লেখা ফাউন্ডেশন ইউকের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৪
বড়লেখা ফাউন্ডেশন ইউকের ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বীরমুক্তিযোদ্ধা পীরজাদা হোসেইন আহমদকে সভাপতি, কায়সারুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক ও সলিসিটর আবুল কালাম রুকনকে কোষাধ্যক্ষ করে এই কমিটি ঘোষণা করা হয়।
গত ১৯ ফেব্রুয়ারি সোমবার পূর্ব লন্ডনের একটি হলে এই কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জালাল উদ্দিন আহমদ।
এর আগে পীরজাদা হোসেইন আহমদের সভাপতিত্বে ও কায়সারুল ইসলাম সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন, জালাল উদ্দিন আহমদ, ফাইজ মোহাম্মদ রহমান, আমির মিয়া, অধ্যাপক শফিকুল হক স্বপন, কাউন্সিলর সাঈদা চৌধুরী, সুহেল রহমান, আবু রহমান, আবুল কালাম রুকন, ইউসুফ জাকারিয়া খান, জাকির হোসেন, জাকির চৌধুরী, আজিজুর রহমান, আব্দুল আহাদ, ইলিয়াছ আহমেদ, মিনহাজুল মামুন, কামাল উদ্দীন, আব্দুল মানিক, ফয়সল উদ্দিন, মাহমুদ রানা, জামিল আহমেদ প্রমুখ।
এ সময় নবনিযুক্ত সভাপতি বড়লেখায় একটি অত্যাধুনিক লাইব্রেরি প্রতিষ্ঠা, শিক্ষার উন্নয়নে মেধাভিত্তিক প্রকল্প প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি বলেন, সম্প্রতি যুক্তরাজ্যে আসা সিলেটিরা নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখিন হচ্ছেন। তাদেরকে বিভিন্নভাবে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করার অঙ্গিকারও ব্যক্ত করে তিনি বলেন, আগামী বছর দেশ ও প্রবাসে থাকা বড়লেখাবাসীকে নিয়ে ব্রিটেনে বড়লেখা উৎসবের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে আমরা তুলে ধরবো বড়লেখার ইতিহাস ও ঐতিহ্য। সংবাদ বিজ্ঞপ্তি