মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৪
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে এক সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল মুকিতের সভাপতিত্বে ও ট্রেজারার খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ও কাউন্সিলার আবু তালহা চৌধুরী। বাংলা ভাষার চর্চা ও ব্যবহার শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট সাংবাদিক সাঈদ চৌধুরী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠণের প্রধান উপদেষ্টা কে এম আবু তাহের চৌধুরী ,সাংবাদিক খালেদ মাসুদ রনি ,ডাঃ গিয়াস উদ্দিন আহমদ, অধ্যাপক আব্দুল হাই, এ কে এম হান্নান, হাজী আব্দুর রহিম বেগ, আফসার উদ্দিন, আনোয়ার হোসেন শাওন, ফয়সল আহমদ, মইজুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা- ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে বিদেশে বাংলা ভাষার চর্চা বৃদ্ধির ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। বক্তারা নতুন প্রজন্মের সন্তানদের সাথে বাংলায় কথা বলা ও বাংলা শিখানোর উপর জোর দেন। সংবাদ বিজ্ঞপ্তি