শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী অ্যাসোসিয়েশন ইউকের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৪
প্রতি বছরের ন্যায় এবারও শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার(১৮ মার্চ) হোয়াইচ্যাপলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। ইফতার ও দোয়া মাহফিলে আগত অতিথিরা রমজানের গুরুত্ব তুলে ধরে অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি এবং রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ আবুল লেইছ। সংগঠনের সাধারণ সম্পাদক মো: দিলাওর হোসেনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রেজাউল কবির জায়গিরদার রাজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার হাবিবুর রহমান মিলিক, বিশিষ্ট শিক্ষাবিদ ড.রোয়াব উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদরুল ইসলাম, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন, আব্দুস সালাম,সাইদুর রহমান,হাজী ইকবাল হোসেন, ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, গোলাম মোস্তফা, সায়েক আহমদ, মাইন উদ্দিন আনসার, আশিকুর রহমান, ফারভেজ কুরেশী, আঙ্গুর আলী, আহবাব হোসেন, আব্দুস শহিদ, সিজিল মিয়া, বদরুল মিয়া, মুক্তারুজ্জামান, টিপু, মিসবা, জানান, দুলন আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা বেলাল আহমদ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাহার। দোয়ায় দেশ ও জাতীর কল্যান কামনা করে মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি