মৌলভীবাজারে যুক্তরাজ্য ভ্রমণের দিনগুলো বইয়ের প্রকাশনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৪
বিশিষ্ট লেখক আইনজীবী ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ আবু তাহেরের যুক্তরাজ্য ভ্রমণের দিনগুলো বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মার্চ মৌলভীবাজারের মামার বাডি রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, কবি, আইনজীবী, মসজিদের ইমাম, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুল মানুষ উপস্থিত ছিলেন।
এতে শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের সভাপতি লেখক ডঃ আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফজলুল আলী।
শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের সাধারণ সম্পাদক বাবুল উদ্দিন খানের পরিচালনায় বই প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি বৃটেনের কমিউনিটি লিডার ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল হান্নান, প্রবীণ সাংবাদিক বকশি ইকবাল আহমদ, অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, অধ্যাপক মোহাম্মদ সেলিম, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, কবি সুমিত্র দেব টিটু, এম মুহিবুর রহমান মুহিব, কবি পুলক ধর, কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সহ সভাপতি ফারুক আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি