এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্সের রোগ মুক্তির জন্য দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৪
এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স গুরুতর অসুস্থ। তিনি চিকিৎসকের নিবিড় পরিচর্যায় বর্তমানে নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা গ্রহণ করছেন। তাঁর আশু রোগ মুক্তির জন্য প্রবাসী বাংলাদেশী ও এটিএন বাংলা ইউকের দর্শক বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছে এটিএন বাংলা ইউকে পরিবার।
উল্লেখ্য, হাফিজ আলম বক্স সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি লন্ডন আসেন। লন্ডনে তিনি বিভিন্ন ব্যবসার পাশাপাশি বিগত প্রায় দুই যুগ থেকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার লন্ডনে সম্প্রচার আরম্ভ করেন। নানা চড়াই-উৎরাই পেরিয়ে বর্তমানে এটিএন বাংলা ইউকে দর্শকপ্রিয়তায় অন্যতম সেরা বাংলা চ্যানেল হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
হাফিজ আলম বক্স ব্যবসায়ী মিডিয়া জগতে পদাচারনার পাশাপাশি অভিনেতা এবং চলচিত্র নির্মাতা হিসাবেও সুনাম রয়েছে। তার নির্মিত মন লোক বাংলাদেশে মুক্তিরঅপেক্ষায়। সংবাদ বিজ্ঞপ্তি