শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ অ্যালুমনাই অ্যাসোসিয়েশন ইউকের যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৪
সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ অ্যালুমনাই অ্যাসোসিয়েশন ইউকের যাত্রা শুরু হয়েছে। গত ২৫ মার্চ রবিবার পূর্ব লন্ডনের বেথনাল গ্রীনের দেশী লাউঞ্জে ইফতার মাহফিল ও পুনর্মিলনীর মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ১৯৮৬ ব্যাচ থেকে ২০১৯ ব্যাচ পর্যন্ত সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।
২০০১ ব্যাচের ছাত্র এ.এইচ. চৌধুরী জামিল এবং আহসান সাদী আল-আদিলের পরিচালনায় অনুষ্ঠানের সূচনা হয় সাবেক ছাত্র ক্বারী শরীফ উদ্দিন এর কোরাআন থেকে তেলেওয়াতের মাধ্যমে। আয়োজকদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ১৯৯১ ব্যাচের সাবেক ছাত্র আমির খসরু।
রামাদান বিষয়ক বিশেষ আলোচনায় কী-নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন ৮৬ ব্যাচের সাবেক ছাত্র মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের মেম্বার সাব্বির আহমদ কাউসার, ৯৩ ব্যাচের সাবেক ছাত্র লুইসাম মসজিদের ইমাম মকসুদ ই-ইলাহি সাবির।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র ও ওয়ার্ল্ড এসেম্বলি অফ মুসলিম ইউথ (ওয়ামি) এর পরিচালক ড. রেদোয়ান আহমদ। অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন সাবেক ছাত্র আইয়ুব আলী ও এনাম আহমেদ। কবিতা আবৃত্তি করেন ৮৭ ব্যাচের সাবেক ছাত্র ফয়েজ আহমেদ ফয়েজ নূর।
স্মৃতিচারণ করেন সাপোর্টিং কেয়ারের ১৯৯১ ব্যাচের মুহিবুস সামাদ সবু, ২০০৭ ব্যাচের মাহি মিকদাদ এবং মোহাম্মদ বাহার। ইফতার মাহফিলে প্রায় দুই শতাধিক ছাত্র অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে আমির খসরু জানান, লন্ডন থেকে জামেয়ার সাবেক শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে জামেয়া অ্যালুমনাই এসোসিয়েশন এর পথচলা শুরু হল। রামাদান এর কারনে অংশ নেয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে আসতে পারেননি। তবে, এ বছরের জুলাই মাসে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে বড় আকারে অনুষ্ঠান আয়োজন হবে বলে জানান তিনি। সংবাদ বিজ্ঞপ্তি