২০২৪ সালের ‘সিজন অব বাংলা ড্রামা’য় অংশ নিন
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৪
বাংলা নাটকের বার্ষিক উৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা’ এই বছরের শেষের দিকে ফিরে আসবে। কিউরেটররা প্রোগ্রামে নতুন নাটক অন্তর্ভুক্ত করার জন্য চাইছেন।
‘আশা’ প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের নাট্যোৎসবে অংশ নিতে আগ্রহী স্থানীয় এবং জাতীয় নাট্যকার বা সংস্থাগুলিকে তাদের আগ্রহপত্র জমা দেওয়ার জন্য স্বাগত জানানো যাচ্ছে।
উৎসবের জন্য জমাকৃত নাটক হতে হবে নতুন এবং পূর্ব লন্ডনের দর্শকদের জন্য প্রাসঙ্গিক। আগ্রহ প্রকাশের সময়সীমা ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার সকাল ১০ টা। এক্সপ্রেশন অব ইন্টারেস্ট অর্থাৎ অংশ নেয়ার আগ্রহ জানাতে ভিজিট করুন। সংবাদ বিজ্ঞপ্তি