ডেগেনহ্যাম তাসনিম জামে মসজিদে ইফতার মাহাফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৪
পূর্ব লন্ডনের ডেগেনহ্যাম এলাকার রেইনহ্যাম রোডে অবস্থিত তাসনিম জামে মসজিদ কমিটির উদ্যোগে গত ৩১ মার্চ রোববার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলপুর্ব আলোচনায় উপস্থিত মুসল্লি ও কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মসজিদের প্রধান ইমাম মাওলানা আশফাকুর রহমান।
এতে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির চেয়ারম্যান মুশাহিদ আলী, ভাইস চেয়ারম্যান সর্বজনাব হেলাল উদ্দিন আলী, মাওলানা আব্দুল জলিল, ব্যারিষ্টার এনামুল হক, ফয়জুর রহমান ও সুলতান আহমদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মসিজদের সেক্রেটারি আবু সাদাত, ট্রেজারার মোহাম্মদ ফয়ছল আহমদ, এসিসটেন্ট ট্রেজারার আবু বকর সিদ্দিক, প্রথম সদস্য জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, সদস্য আলী হাসান, মোঃ সাকলাইন ও মোঃ উমর আলী ।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্পেকট্রাম বাংলা রেডিও ও অনলাইন টিভির পরিচালক মিছবাহ জামাল, মোকাদ্দছ আলী, সিরাজ মিয়া, বাবুল মিয়া, মোঃ রাজুসহ স্থানীয় বিশিষ্টজন। এতে মহিলা মুসল্লীগণও পৃথক হলে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, তাসনিম জামে মসজিদে পবিত্র কুরআন খতম পরিচালিত হচ্ছে প্রধান ইমাম মাওলানা আশফাকুর রহমান এর সার্বিক তত্বাবধানে। ৩ জন হাফেজ নিয়মিত ইমামতি করছেন । যথাক্রমে হাফিজ মুতিউর রহমান, হাফিজ নাহমাদ মিছবাহ ও হাফিজ তানভীর আলম । আগামী ২৯ রমজান রাতে তারাবিহ নামাজের মাধ্যমে পবিত্র কুরআনের খতম সম্পন্ন হলে আশা করা হচ্ছে। মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি