বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন ৫ মে: নতুন ট্রাস্টি হলেন ২৭৩ জন
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৪
খালেদ মাসুদ রনি:: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের আগামী ৫ মে’র নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্যে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী ট্রাস্টিশিপ গ্রহন করেছেন। উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ট্রাস্টিশিপ গ্রহণের শেষ দিন গত রবিবার (৭ মার্চ) যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত ২৭৩ জন প্রবাসী ট্রাস্টি হন।
গত প্রায় দুই মাসে বিপুল সংখ্যক প্রবাসী এবার ট্রাস্টি হওয়ায় খুশি ট্রাস্টের নেতৃবৃন্দ। দীর্ঘ গত ৭ বছর পর প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ নির্বাচন হওয়ায় এই বিপুল ট্রাস্টি হয়েছেন বলে জানিয়েছেন আব্দুল কুদ্দুস।
উৎসবমুখর পরিবেশে ট্রাস্টিশীপ গ্রহণ অনুষ্ঠানে মাফিজ-গুলজার এবং মনির প্যানেল এর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ট্রাস্টি আলহাজ্ব রইস আলী, আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক গুলজার খান, কোষাধ্যক্ষ মনির আহমদ, সহ-সভাপতি প্রার্থী ফারুক মিয়া, প্রেস এন্ড পাবলিসিটি প্রার্থী শরিফুল ইসলাম, আজিজুল খান রাজু, কদর উদ্দিন প্রমুখ।
অপর প্যানেলের চেয়ারম্যান প্রার্থী শেখ তাহির উল্লাহ, সাধারণ সম্পাদক প্রার্থী আজম খান এবং কোষাধ্যক্ষ প্রার্থী আখলাকুর রহমান প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এবং জার্জ বেলায়েত হোসেন, এ কে এম এহিয়া, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মতছির খান, সম্পাদক মিছবাহ উদ্দিন প্রমুখ।