সাংবাদিক তৌহিদুল করিম মুজাহিদের পিতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৪
ইসলাম চ্যানেল বাংলার হেড অফ প্রোডাকশন এবং চ্যানেল এস এর সাবেক হেড অফ চ্যারিটি তৌহিদুল করিম মুজাহিদের বাবা অবসরপ্রাপ্ত সিনিয়র পুলিশ সুপার ও আইনজীবী মোজাম্মেল হোসেন (৮৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ৮ এপ্রিল সোমবার বাদ জোহর দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ওইদিনই বাদ আছর ঢাকার মিরপুর রূপনগর আবাসিক জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন ০৯ এপ্রিল মঙ্গলবার বাদ ফজর ঝিনাইদহ আলিয়া মাদ্রাসা মাঠে ২য় নামাজে জানাজা এবং গ্রামের বাড়ি গবরায় সকাল ৯ টায় ৩য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তাঁর কর্মজীবনে একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা হিসেবে সমাদৃত ছিলেন। ২০২২ সালে অবসর গ্রহণের পর থেকেই তিনি ঢাকা বারের সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি