বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে শতাধিক মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৪
বড়লেখা ফাউন্ডেশন ইউকে (চ্যারিটি নম্বর ১১৯১৫৯৩) প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
গত ০৮ এপ্রিল সোমবার বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেনের নিজ বাড়ি বর্ণি গ্রামে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় বিশিষ্ট সমাজসেবক হাজী মস্তফা উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা ডা. নজরুল ইসলাম, সংগঠনের প্রধান সমন্বয়ক মো. রেজাউল
ইসলাম, পৌরসভার কাউন্সিলর মো. কবির আহমদ, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য জামাল সাঈদ জুবের।
অন্যদের মধ্যে ছিলেন সমাজসেবক রিয়াজ উদ্দিন, এম.এ মুহিত, মো. কবির হোসেন পারভেজ, সামসুল ইসলাম কদ্দুছ ও রেজাউল করিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলয়াওয়াত করেন মো. আবুল হোসেন।
সভায় বক্তারা বড়লেখা ফাউন্ডেশন ইউকের মহতি উদ্যেগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এসময় উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল দাতাদের জন্য দোয়া করেন। সংবাদ বিজ্ঞপ্তি