ইস্ট লন্ডন মসজিদের প্রাক্তন ইমাম শায়খ মোকাররম আলীর মৃত্যুতে মসজিদের চেয়ারম্যানের শোক
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৪
ইস্ট লন্ডন মসজিদের প্রাক্তন ইমাম শায়খ মাওলানা মোকাররম আলীর মৃত্যুতে মসজিদের ট্রাস্টি বোর্ড গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ বলেন, শায়খ মোকাররম আলীর কর্মপরিধি শুধু একজন ইমামের মধ্যেই সীমাবদ্ধ ছিলোনা, তিনি ছিলেন ইসলামের একজন নিবেদিতপ্রাণ খাদেম । যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটিতে তিনি বিভিন্নভাবে অবদান রেখেছেন । আশির দশকে তিনি শতশত তরুণ যুবককে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিখিয়েছেন । তিনি মক্তবের শিশুরা পড়তে আসার আগেই মসজিদে পৌঁছতেন এবং তাঁরা বিদায় নেওয়ার পর মসজিদ ত্যাগ করতেন । তিনি আমাদেরকে শিক্ষা দিতেন তাঁর প্রিয় সন্তানের মতো । কিন্তু বিনিময়ে কিছু আশা করতেন না। আমরা দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাঁর দ্বীনের খেদমতকে কবুল করেন এবং বিনিময়ে জান্নাতে সমাসীন করেন । আল্লাহ তায়ালা যেন আমাদেরকে মরহুম মাওলানা মোকাররম আলীর গুণাবলী দ্বারা অনুপ্রাণিত করেন এবং তাঁর মতো শতশত মোকাররম আলী উপহার দেন।
উল্লেখ্য, শায়খ মোকাররম আলী ১৯৮২ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর ইস্ট লন্ডন মসজিদের ইমাম ছিলেন । ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন খুবই অমায়িক ও পরহেজগার । ইস্ট লন্ডন মসজিদের সদস্য, ট্রাস্ট্রি, স্টাফ এবং ভলান্টিয়ারদের মধ্যে অনেকেই আশির দশকে মাওলানা মোকাররম আলীর ছাত্র ছিলেন । তাঁর কাছে মক্তবে কুরআন তেলাওয়াত শিখেছেন। গত ২০ এপ্রিল শনিবার রাত ১২ টায় শায়খ মোকাররম আলী পূর্ব লন্ডনের শাডওয়েলের নিজ বাসায় ইন্তেকাল করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাই রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৮ বছর। তিনি ৪ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনীসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বাংলাদেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়উদা গ্রামে।
২২ এপ্রিল সোমবার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । জানাজায় বিপুলসংখ্যক শিক্ষার্থী ও ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন । মাওলানা মোকাররম আলীকে পূর্ব লন্ডনের গার্ডেন্স অব পিস গোরস্থানে সমাহিত করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি