রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৪
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ মে রবিবার ট্রাস্টের ইসি মেম্বার আমিন আহমেদ এর বাসভবনে এই সভার আয়োজন করা হয়।
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট্রের প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ অহিদ উদ্দিনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি শাহিন চৌধুরীর পরিচালনায় সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রেস পাবলিসিটি সেক্রেটারি মিছবাহ জামাল।
সভায় ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা এই ট্রাস্ট্রের মাধ্যমে কীভাবে আরো এলাকার বাসিন্দাদের উপকারে আসে, বিশেষ করে নেইবারহুড যোগাযোগ বন্ধন, ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে আরো অবদান, কর্মসংস্থান বা হাউজিং সমস্যার সহযোগিতা প্রদানের উপর গুরুত্ব দিয়েছেন।
সভায় জরুরি কিছু পরিকল্পনা ও প্রস্তাব গৃহীত করেন ইসি মেম্বার ডাঃ সৈয়দ মাসুক আহমেদ। সভায় উপস্থিত থেকে আগামীতে সামার হলিডের আগে ৭ জুলাই ডে আউট ও তার পরবর্তী পবিত্র ঈদুল আজহার গুরুত্ব নিয়ে আলোচনা ভিত্তিক একটি আলোচনা অনুষ্ঠান ও ঈদ পুর্নমিলনীর আয়োজনের প্রস্তাব গ্রহণ করা হয়। এই অনুষ্ঠান উদযাপনের জন্য ভাইস প্রেসিডেন্ট আফসর হোসেন এনাম সেক্রেটারি শাহিন চৌধুরী, ট্রেজারার এনামুল হক এনামসহ অনেককে দায়িত্ব দিয়ে কর্মসূচি এগিয়ে নেওয়ার কথা আলোচনা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি নিয়াজ চৌধুরী সুভন,মেম্বারশিপ সেক্রেটারি জয়নুল চৌধুরী, সসিয়েল ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ আবু তারেক চৌধুরী, ইসি মেম্বার মামুন রহমান, রেজাউল করিম রাজু, শাহিন আহমেদ, আবু সোহেল, মকসুদ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর রেডব্রিজ অক্সলেন চার্চ হলে বিশেষ করে রেডব্রিজের ও অন্য কয়েকটি বরার জিসিএসই ও এ লেভেল পরীক্ষার ছাত্র ছাত্রীদের ভালো ফলাফলের জন্য প্রায় ৩০ জন ছাত্র ছাত্রীকে এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের জন্য ট্রাষ্ট সদস্যরা সহ নেইবারহুডের কাছে প্রশংসা পাওয়া যায় বলে অনেকে উল্লেখ করেন। পরে খাবার পরিবেশন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি