মামুনুল হকের কারা মুক্তি উপলক্ষে লন্ডনে শোকরানা মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৪
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের কারা মুক্তি উপলক্ষে তাৎক্ষণিক শোকরানা মাহফিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা। গত ৩ মে শুক্রবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের আল খায়ের কনফারেন্স অনুষ্ঠিত শোকরানা মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া।
সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃটেনের শীর্ষ আলেম, দারুল উলুম ফোর্ড স্কোয়ার মাদ্রাসার শায়খুল হাদিস, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য শায়খুল হাদিস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ইউ কে শাখার সভাপতি মাওলানা শুয়াইব আহমদ,বিশিষ্ট লেখক ও সংগঠক ডক্টর এম এ আজিজ,মাওলানা আব্দুল আজিজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ তামিম আহমদ,বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা মুজাহিদুল ইসলাম চৌধুরী,বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাষ্টার আমীর উদ্দিন আহমেদ।অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি শায়খ মাওলানা নাজিম উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম ইউ কে শাখার সহ সভাপতি হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ,বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, লন্ডন মহানগর শাখার সহ সভাপতি মাওলানা মুহি উদ্দিন খান, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান সিরাজ, সহ সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব বদরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুছা আহমদ চৌধুরী,নির্বাহী সদস্য মাওলানা নাঈম আহমদ, সাবেক ছাত্র নেতা মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ। শোকরানা মাহফিলের শুরুতে পবিত্র কুরআনে মাজিদ থেকে তেলাওয়াত করেন লন্ডন মহানগর শাখার বায়তুলমাল সম্পাদক হাফিজ শরিফ উদ্দিন।
মাহফিলের বক্তারা বলেন,দীর্ঘ তিন বছরের অধিককাল কারা ভোগের পর আল্লামা মামুনুল হকের মুক্তিতে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীন দরবারে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি।জালেম শক্তি সম্পূর্ণ অন্যায় ভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে থাকে দীর্ঘদিন কারাগারে আটক রেখেছিল। আলহামদুলিল্লাহ, শায়খুল হাদীস আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে জালেমের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।সকল ষড়যন্ত্র ও জুলুম নির্যাতন সহ্য করে জনতার ভালবাসায় সিক্ত হয়ে আল্লামা মামুনুল হক জনতার মাঝে আবারও ফিরে এসেছেন। নেতৃবৃন্দ আগামী দিনে দেশ জাতি ও ইসলামের কল্যাণে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে সকলের প্রতি আহবান জানান। পরে মামুনুল হকের নেক হায়াত, সুস্থ জীবন ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী। সংবাদ বিজ্ঞপ্তি