স্বতন্ত্র প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবিতে স্মারকলিপি প্রদান
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৪
সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন যুক্তরাজ্য সফর করেন। এসময় তারা বিভিন্ন সভা সমাবেশে যোগদান করেন। এর এক পর্যায়ে হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে এর পক্ষ থেকে আলাদা আলাদাভাবে তাদের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এতে প্রবাসীদের জন্য অবিলম্বে একটি সতন্ত্র ট্রাইব্যুনাল গঠনের জোরালো দাবী জানানো হয়।
এতে উল্লেখ করা হয় যে, প্রবাসীরা দেশে গেলে কুচক্রী মহলের মাধ্যমে নানা হয়রানী ও মিথ্যা মামলার শিকার হন। এতে তারা মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভোগেন ও ক্ষতিগ্রস্ত হন। সাথে সাথে দেশে তাদের সহায় সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান অহরহ জবরদখল ও বেহাত হচ্ছে। কিন্তু এর কোন প্রতিকার হচ্ছে না। এমতাবস্থায় এ সমস্ত সমস্যা মোকাবেলা করতে গিয়ে তারা দীর্ঘসূত্রিতায় পড়েন। তাই সল্পতম সময়ে এগুলি সুরাহা করতে এ ট্রাইব্যুনাল গঠন করা ছাড়া আর কোন বিকল্প নাই। এমতাবস্থায় এইচআরপিবিএর পক্ষ থেকে ২০১৯ সাল থেকে এ ট্রাইব্যুনাল গঠনের ক্যাম্পেইন করে আসছে। সাথে সাথে বিভিন্ন সময় বাংলাদেশ থেকে মন্ত্রী-এমপিসহ নানা জনপ্রতিনিধি যুক্তরাজ্য সফরে আসলে তাদের কাছে এ দাবি উত্থাপন করা হয়। ইতিমধ্যে এ ব্যাপারে ট্রাইব্যুনাল গঠনের রুপরেখাও তুলে ধরা হয়েছে -যা এ স্মারকলিপিতে উল্লেখ আছে।
স্মারকলিপি হস্তান্তরকালে মন্ত্রীরা এ দাবির প্রতি তাদের নৈতিক সমর্থনের কথা জানান ও এ ব্যাপারে তাদের সার্বিক ভূমিকা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ স্মারকলিপি সংগঠনের পক্ষ থেকে যারা এটা হস্তান্তর ও সহযোগিতা করেন তারা হচ্ছেন, সংগঠনের সভাপতি প্রবিণ সাংবাদিক মো. রহমত আলী, জেনারেল সেক্রেটারী সাবক স্পিকার আয়াস মিয়া, ট্রেজারার শিক্ষক মিসবাহ কামাল, জয়েন্ট সেক্রেটারী আবুল হোসেন, লিগাল সেক্রেটারী সলিসিটর মোহাম্মদ মনিরুজ্জামান মনি প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি