বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৪
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গত বছরের বিভিন্ন কার্যক্রম এবং আগামীতে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। গত ৭ মে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
এতে সংগঠনের সহ-সভাপতি রাজু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহেল ইসলামের পরিচালায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশরাফ খান, সহ-সভাপতি শাহ কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মিজান রহমান,সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন সেবুল, সিনিয়র সদস্য জালাল মিয়া, সিনিয়র সদস্য বাবুল উদ্দিন, সদস্য আশরাফ উদ্দিন, আবুল হোসেন মামুন, সালিক মিয়া, রুহেল মিয়া, ব্যাডমিন্টন সমন্বয়কারী মুমিন রহমান, ফুটবল কো অর্ডিনেটর কামাল উদ্দিন, আইন উপদেষ্টা মিজান রহমান, ফান রাইজিং এডভাউজার রুহেল মিয়া, ক্রিকেট কো অর্ডিনেটর পারভেজ হাসান, রাজহান প্রমুখ।
সভা শেষে বৃটেন সফরত বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের নেতৃবৃন্দ। এসময় মন্ত্রী বাংলাদেশে সংগঠনের সকল ধরনের কার্যক্রম পরিচালনায় সহযোগীতার আশ্বাস দেন। সংবাদ বিজ্ঞপ্তি