যে বিষয়ে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৪
খালেদ মাসুদ রনি :: বৃটেন সফররত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেছেন, কিছু দুষ্ট লোকের কারণে বাংলাদেশের উন্নয়ন কাজের সময় বার বার বাড়ানো হয়। টাকা বাড়ানো হয়। এতে মানুষের হয়রানী বাড়ে। মাননীয় প্রধানমন্ত্রীর সুনজর ছাড়া কাজের অগ্রগতি খুবই স্লো। দেশে প্রতিটি প্রজেক্ট যাতে সময় মতো হয়, সে জন্য প্রবাসীদের সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।
তিনি গত বৃস্পতিবার রাতে ওয়েস্টহামের ইম্প্রেশন হলে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি সৈয়দ আহবাব হোসেন ও জয়েন সেক্রেটারি জেইন মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য হাবিবুর রহমান এমপি।
এসময় আরো বক্তব্য রাখেন, মইন উদ্দিন আনসার, পারভেজ কুরেশি, মহিবুর রহমান মুহিব, সাজেদুর রহমান ফারুক, জালাল উদ্দিন, অলি উদ্দিন শামীম, কাউন্সিলর ফয়জুর রহমান, মানিকুর রহমান গনি, আব্দুল হালিম চৌধুরী, জয়নাল খান, সামি সানাউল্লাহ, নইম উদ্দিন রিয়াজ, আব্দুল আহাদ চৌধুরী, মারুফ চৌধুরী, ফয়সাল আলম, আহবাব হোসেন, আব্দুল আজিজ চৌধুরী, এম এ মুনিম, আব্দুল বারী, ডাঃ মাসুক আহম্মেদ, নুরুজ্জামান সেলিম, সুফি সোহেল, আবুল মিয়া,মুন কোরেশী, শামীমা মিতা, আলম শেখ, নাজির আলী, আজাদ হোসেন, মজির উদ্দিন,মোবারক আলী, আব্দুল হান্নান,মনোয়ার ক্লাক প্রমুখ।
সভায় প্রধান অতিথি ড.এ কে আব্দুল মোমেন এবং বিশেষ অতিথি হাবিবুর রহমান এমপিকে ক্রেস্ট প্রদান করা হয়।