কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৪
লন্ডনে কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছাম উদ্দিন চৌধুরীর আগমন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গত ২৮ এপ্রিল রবিবার পূর্ব লন্ডনের অভিজাত স্মুক এন্ড রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি এম এস চৌধুরী সোহেলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশের ধর্ম বিষয়ক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী এলাকার উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
সভার বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন এবং ওমরগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা হাফিজ আফতাব উদ্দিন। সভার শুরুতে ক্বারী মাওলানা এজাজ এর মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত সবাইকে বিমোহিত করে।
সংগঠনের ট্রেজারার ফাহাদ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বিশেষ অতিথি মামুনুর রশিদ মামুন সাহেবকে ফুল দিয়ে বরণ করেন। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক রুকনোল কবির, মাহতাবুর রহমান এবং রিয়াজ উদ্দিন বিশেষ অতিথি জনাব মওলানা হাফিজ আফতাব উদ্দিন সাহেবকে ফুল দিয়ে বরণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি