ব্রিকলেইন জামে মসজিদের উদ্যোগে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৪
ঐতিহ্যবাহী ব্রিকলেইন জামে মসজিদের উদ্যোগে যুক্তরাজ্য সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বিলেতের ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ৩০ এপ্রিল মসজিদের সেমিনার হলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি হামিদুর রহমান চৌধুরী।
সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলী ও মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় সভায় মসজিদ কমিটির পক্ষ থেকে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে সম্মান ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় মসজিদ কর্তৃপক্ষ জানান এই মসজিদের উন্নয়নে বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে ভবিষ্যতেও সহযোগিতা কামনা করলে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী সবসময় এই মসজিদের এই উন্নয়নে আন্তরিক। আমি প্রবাসীদের এই আহবান তার কাছে তুলে ধরব।
সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, মসজিদ কমিটির সহ সভাপতি নূরুল হক লালা মিয়া, আলতাবুর রহমান মোজাহিদ, ট্রেজারার মতিউর রহমান, সাবেক খতিব জিল্লুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল মালিক, শফিকুর রহমান বিপ্লবী, ব্যবসায়ী রফিক হায়দার, হারুন হাফিজুর রহমান লাকু, আব্দুল খালিক, আংগুর আলী, আনসারুল হক, ইলিয়াস মিয়া, সৈয়দ মতুর্জা আলী, নুর উদ্দিন, ইউছুফ আলী, আনছারুল হক, আব্দুল খালিক মশিউর রহমান চৌধুরী মিঠু, সৈয়দ খাইরুল ইসলাম, মো: ছোবা মিয়া, আঙ্গুর আলী, শওকত সিদ্দিকী, পারভেজ কোরেশী, বিধান ঘোষ, রবিন পাল, মসজিদের সাবেক ইমাম মৌলনা জিল্লুর রহমান চৌধুরী, মৌলনা ওয়ালিউর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল ওয়াদুদ, হাফিজ ওয়াহিদ সিরাজী, মওলানা শফিকুর রহমান বিপ্লবি, মাওলানা নুরুল ইসলাম, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, জাকির হোসেন কয়েছ, আকরাম হোসেন, মাসুদ আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি