কার্ডিফ জালালিয়া মসজিদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৪
বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের প্রাণকেন্দ্রিস্থ জালালিয়া মসজিদ ও ইসলামী এডুকেশন সেন্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মে ২৪ রবিবার এই সভার আয়োজন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে লিলু মিয়াকে চেয়ারম্যান ও মুহিবুর ইসলাম মায়াকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৮ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচনে সম্মানিত কমিশনের দায?িত্ব পালন করেন কমিউনিটির বিশিষ্ট মুরব্বি সিরাজ আলী, কাপ্তান মিয়া ও আলহাজ আলী।
কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটির অন্যান্য দায?িত্বশীলরা হলেন, ভাইস-চেয়ারম্যান ইউসুফ খান জিম্মি, জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমান, ট্রেজারার সুমন আলী, জয়েন্ট ট্রেজারার খলিলুর রহমান, নির্বাহী সদস্য তৈফুল ইসলাম, মুসলিম আলী, ইকবাল আহমদ, সৈয়দ আশরাফ আলী, আব্দুল মালিক, আলমগীর আলম,কয়েস খান, ফয়েজ মিয়া, আব্দুল শাহিন, আব্দুল কুদ্দুস, আফজাল খান মিতু,এ ডব্লিউ খান পারভেজ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি