মাওলানা নাজির আহমদ রহ. স্মরণে খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৪
সিলেটের অন্যতম প্রবীণ শীর্ষ আলেম, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার শাইখুল হাদীস হযরত মাওলানা নাজির আহমদ ঝিংগাবাড়ী রহ. স্মরণে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা। গত ২৬ মে রবিবার পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।
সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতির আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,সহ সভাপতি ও বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিষ্টার শায়খ মাওলানা বদরুল হক, সহ সভাপতি শায়খ মাওলানা নাজিম উদ্দিন,সহ সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, যুক্তরাজ্য শাখার বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, নির্বাহী সদস্য হাফিজ শহীর উদ্দিন, মাওলানা মুহিউদ্দীন খান, মিডল্যান্ড শাখার সহ সাধারণ হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন,লন্ডন মহানগর শাখার সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব শাহ জাহান সিরাজ, আলহাজ্ব শহীদুল্লাহ ভুঁইয়া প্রমুখ।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, শাইখুল হাদীস হযরত মাওলানা নাজির আহমদ ঝিংগাবাড়ী রহ. আমৃত্যু দ্বীন ইসলামের মহান খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে তাহার অবদান জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।মহান আল্লাহ রাব্বুল আলামীন হযরত সকল দ্বীনি খিদমাহ সমূহ কে কবুল করুন, আমীন। পরিশেষে মরহুমের মাগফিরাত ও দারাজাত বুলন্দির জন্য বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। সংবাদ বিজ্ঞপ্তি