খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৪
বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী সভা গত ২৬ মে রবিবার পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও লন্ডন দারুল উলুম ফোর্ড স্কোয়ার মাদ্রাসার শায়খুল হাদিস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতির আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,সহ সভাপতি ব্যারিষ্টার শায়খ মাওলানা বদরুল হক, সহ সভাপতি শায়খ মাওলানা নাজিম উদ্দিন,সহ সাধারণ সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দিন,বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, নির্বাহী সদস্য হাফিজ শহীর উদ্দিন, মাওলানা মুহিউদ্দীন খান, হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন প্রমূখ।
সভায় কুরআন তিলাওয়াত, রিপোর্ট পেশ ও পর্যালোচনা, দ্বী মাসিক পরিকল্পনা গ্রহণ, ছামারের বিশেষ পরিকল্পনা গ্রহণ, আগস্টে প্রথম সপ্তাহে কর্মী ও সুধী সমাবেশের আয়োজন,হেদায়েতী বক্তব্য, সভাপতির সমাপনী বক্তব্য, দু’আ ও মোনাজাত কর্মসূচির অন্তর্ভূক্ত ছিল। সংবাদ বিজ্ঞপ্তি