স্বতন্ত্র প্রার্থী ওয়াইছ ইসলামের নমিনেশন দাখিল
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৪
আগামী ৪ জুলাই অনুষ্ঠেয় বৃটেনের জাতীয় সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লন্ডনের ক্যামডেনের হলবর্ণ ও সেন্ট প্যাংকারস আসন থেকে নির্বাচন করার জন্য ঘোষনা দিয়েছেন ব্রিটিশ বাংলাদেশী রাজনীতিবিদ ওয়াইছ ইসলাম। এ লক্ষ্যে তিনি গত বৃহস্পতিবার স্থানীয় নির্বাচন অফিসে আনুষ্ঠানিকভাবে নমিনেশন দাখিল করেছেন। নমিনেশন দাখিল শেষে তিনি গণসংযোগে অংশগ্রহণ করেন। নির্বাচনে তিনি কমিউনিটির সকলের সহযোগিতা-পরামর্শ কামনা করেন।
এসময় ওয়াইছ ইসলামের সাথে ছিলেন সোমালিয়ান কমিউনিটি লিডার মোহাম্মদ ফারাহ, আইরিশ কমিউনিটি লিডার লুকাস সিলবিয়া, হেলেনা, কমিউনিটি নেতা হাফিজ মিয়া, মোহাম্মদ জয়নাল প্রমুখ।
ওয়াইছ ইসলামের জন্ম ও বেড়ে ওঠা পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায়। লন্ডন গিলহল ইউনিভার্সিটি থেকে অর্থনীতির উপর ব্যাচেলর ডিগ্রী করার পাশাপাশি লন্ডনের বিখ্যাত কুইনমেরী ইউনিভার্সিটি থেকে তিনি পাবলিক পলিসির উপর মার্স্টাস সম্পন্ন করেছেন । তিনি হোম অফিসের হাইয়ার এক্সিকিউটিভ অফিসার হিসেবে ল-এনফোর্সমেন্ট এডভাইজার হয়ে কাজ করেন। ২০০৬ সালে ওয়াইছ ইসলাম টাওয়ার হ্যামলেটস বারার হোয়াইটচাপেলে ওয়ার্ড থেকে রেসপক্ট পার্টির হয়েকাউন্সিলার নির্বাচিত হন।
উল্লেখ্য, লেবার লিডার স্যার কিয়ার স্টমাসহ আরো অনেক প্রার্থী হলবর্ণ ও সেন্ট প্যাংকারস আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সংবাদ বিজ্ঞপ্তি