এক্সেল টিউটর স্টাডফোর্ড ব্রাঞ্চের অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৪
এক্সেল টিউটর লন্ডন স্টাডফোর্ড ব্রাঞ্চের ২০২৪ সালের অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুন রবিবার দুপুর ২টায় ওয়েস্টহাম লেনের এক্সেল টিউটর হলে বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এ অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হয়।
এক্সেল টিউটরের চেয়ারম্যান আনিসুজ্জামানের সভাপতিত্বে ও ইমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিউহাম কাউন্সিলের মেয়র এবং কাউন্সিলার রহিমা রহমান, এক্সেল টিউটরের প্রিন্সিপাল জোনাথন ওমানি, কেন্দ্র ব্যবস্থাপক জোতিশ সাহা।
এছাড়া বক্তব্য রাখেন এক্সেল টিউটরের অভিবাক ছাড়াও অ্যাওয়ার্ড প্রাপ্ত ছাত্ররা। এসময় বক্তারা বলেন, এক্সেল টিউটর দীর্ঘদিন ধরে সুনামের সাথে পরিচালিত হচ্ছে, এডুকেশনের ব্যাপারে খুবই আন্তরিক। তাদের এ ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে বলে বক্তারা আশা ব্যাক্ত করেন। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি