লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ইফতেখার উদ্দিন বান্টি’র পিতার মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৪
লন্ডন, ১৫ জুন:: লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও টিভি ওয়ানের স্টুডিও ম্যানাজার ইফতেখার উদ্দিন বান্টি’র পিতা হাজী মোহাম্মদ আশরাফ উদ্দিনের মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
উল্লেখ্য, হাজী মোহাম্মদ আশরাফ উদ্দিন ১৫ জুন, বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার আজগর আলী হসপিটাল ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ৪ ছেলে, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পৈত্রিক নিবাস রাজধানী ঢাকার ওয়ারীতে। তিনি একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। গতকাল শনিবার বাদ আসর ঢাকার সুরিতলা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। ইফতেখার উদ্দিন বান্টি তাঁর পিতার রুহেন মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি