যুক্তরাজ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান ডঃ আব্দুল্লাহ আল মাসুমকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৪
লন্ডন, ২২ জুন ২০২৪: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান ডঃ আব্দুল্লাহ আল মাসুমকে সংবর্ধনা প্রদান করেছে লন্ডনস্থ হ্যাসল ফ্রি এডুকেশন, কলম একাডেমি লন্ডন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন।
গত ১২ জুন সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সাবেক অধ্যাপক ডঃ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন লন্ডনস্থ হ্যাসেল ফ্রি এডুকেশন এর সিইও আহসান হাবীব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ওয়েস্ট স্কটল্যান্ডের অধ্যাপক ডক্টর আশফাক মাহমুদ।
বক্তব্য রাখেন কলম একাডেমি লন্ডন এর পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি জনাব এ কে এম ইয়াহিয়া, সেক্রেটারি জনাব নজরুল ইসলাম, লন্ডনের আল -হামরা গ্রুপের স্বত্বাধিকারী জনাব আনোয়ার হোসেন শাওন, ইউনিভার্সিটি অব কেন্ট এর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জনাব ইরতীফা জামান,বিশিষ্ট লেখক ও সাহিত্যিক জনাব রাজীব আহমেদ সহ আরো অনেকে।
সভায় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহমুদুল করিম আব্বাসী( বার্মিংহাম), হিউম্যান কেয়ার ইনিসিয়েটিভ এর চেয়ারম্যান এবং বার্মিংহাম ইউনিভার্সিটির পিএইচডি ফেলো এডিএম ইউনুস, লন্ডনের বিশিষ্ট শিল্পপতি জনাব ইসহাক চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তণ ছাত্র বিশিষ্ট ইমিগ্রেশন কনসাল্টেন্ট জনাব সালেক আহমদ, লন্ডনের আমাজান কোং এর কর্মকর্তা জনাব শাহাদাত হোসেন, জনাব কাউসার আহমেদ, সানি ইসনাইন এবং হ্যাসেল ফ্রি এডুকেশনের ভারত ও পাকিস্তানের কর্মকর্তাবৃন্দ। উক্ত সভায় প্রফেসর ডঃ আব্দুল্লাহ আল মাসুমকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলোশিপ অর্জন করায় তাঁকে ফুলের তোড়া, ক্রেস্ট ও সম্মাননা কাব্যপত্র প্রদান করা হয়। ‘শুভেচ্ছা শব্দ সম্মান ‘ শিরোনামে কাব্যপত্রটি রচনা ও আবৃত্তি করেন অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি । সভায় বক্তাগণ প্রফেসর আব্দুল্লাহ আল মাসুমকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টারে একজন বাংলাদেশী প্রফেসর হিসেবে প্রথম ভিজিটিং ফেলো নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানান এবং দেশ ও জাতির সঠিক ইতিহাস আন্তর্জাতিকভাবে উপস্থাপনের জন্য অনুরোধ করেন।
সংবর্ধিত অতিথি প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাসুম প্রবাসী বাংলাদেশীদের আথিতেয়তা ও ভ্রাতৃত্বপূর্ণ ভালবাসা পেয়ে অত্যন্ত মুগ্ধ হন। তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানোর জন্য হ্যাসেল ফ্রী এডুকেশন, কলম একাডেমি লন্ডন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভা শেষে উপস্থিত সকলে নৈশভোজে মিলিত হন। সংবাদ বিজ্ঞপ্তি