পদত্যাগের ঘোষণা দিলেন ঋষি সুনাক
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৪
দেশ ডেস্ক:: নির্বাচনে লজ্জাজনক হারে পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শনিবার (০৫ জুলাই) তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত পদত্যাগ করলেও পরবর্তী উত্তরাধিকার না আসা পর্যন্ত তিনি দলের দায়িত্ব পালন করে যাবেন। প্রধানমন্ত্রী বাসভবনের সামনে তিনি এ ঘোষণা দেন।
এর আগে নির্বাচনে নিজের পরাজয় স্বীকার করে নেন সুনাক। তিনি ফলাফলে দুঃখপ্রকাশ করে দায় নিজের কাঁধে নিয়ে বলেন, অনেক কিছু শেখার আছে।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ফল ঘোষণা এখনো শেষ হয়নি। তার আগে নিজেদের জয় নিশ্চিত করেছে লেবার পার্টি। এখন পর্যন্ত প্রাপ্ত নির্বাচনের ফলাফলে দেখা গেছে ৩৭০ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। যেখানে সরকার গঠনে প্রয়োজন ছিল ৩২৬ আসন।
কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ৮৯টি আসন। এ ছাড়া লিবারেল ডেমোক্র্যাটরা ৫০টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টি এবং এসএফ ৬টি করে আসনে জয়লাভ করেছে। আর অন্যরা পেয়েছেন ২২টি আসন।