বাংলাদেশে গণহত্যার প্রতিবাদে লন্ডনে খেলাফত মজলিসের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৪
সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা চালিয়ে পরিকল্পিত শিক্ষার্থী গণহত্যার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা।
গত ২০ জুলাই শনিবার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান।
যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ। অন্যান্যদের বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুফতী সালাতুর রহমান মাহবুব,নির্বাহী সদস্য মাওলানা মুহিউদ্দীন খান, লন্ডন মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, বায়তুলমাল সম্পাদক হাফিজ শরিফ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান সিরাজ, প্রমুখ।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন,কোটা সংস্কারের দাবি ছাত্রদের অত্যন্ত ন্যায়সঙ্গত একটি দাবি। কোটার নামে মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিত করা জুলুম।যৌক্তিক দাবীতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে।এ গণহত্যা সরকারের পরিকল্পিত। যৌক্তিক দাবীতে আন্দোলনকারী ছাত্রদের উপর চালানো এই গণহত্যা মানবতা বিরোধী অপরাধ।শিক্ষার্থীদের রক্তে রক্তাক্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র অঙ্গন। এমনকি হাসপাতালে ঢুকেও আহতদের ওপর হামলা করা হয়েছে।যা জাতি হিসেবে আমাদের সকলের জন্য অত্যন্ত লজ্জাজনক। নেতৃবৃন্দ বলেন এই হত্যা ও নির্যাতন আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও চরম লঙ্ঘন।সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমাদের সবাই কে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। সংবাদ বিজ্ঞপ্তি