পোর্টসমাউথ বাংলা মেলায় দর্শনার্থীদের মিলন মেলা
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৪
জাহেদুর রহমান, লন্ডন:: পোর্টসমাউথ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা মেলা ২০২৪। গত ১৪ জুলাই বেলা ২টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলায় লন্ডন, বার্মিংহাম, ব্রাইটন, সাউথহ্যাম্পটন, গিলফোর্ড, সারে, কেন্ট, সাসেক্সসহ বিভিন্ন শহর থেকে প্রচুর বাঙালি নারী পুরুষ ও ছেলেমেয়েরা আনন্দে মেতে উঠেন। মেলায় ছিলো অনেক ফুড স্টল, বাচ্চাদের রাইডস ও অন্যান্য উপভোগ্য সামগ্রী।
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব স্পেকট্রাম বাংলা রেডিও ও অনলাইন টিভির পরিচালক মিছবাহ জামাল ও উপস্থাপিকা কান্তা রেজার সাবলীল উপস্থাপনায় শুরুতে সবাইকে স্বাগত জানান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সালিকুর রহমান। বক্তব্য রাখেন সিটি কাউন্সিল লিডার মি. স্টিভ ও স্থানীয় এমপি কাউন্সিলার, কমিউনিটি নেতৃবৃন্দ।
জেনারেল সেক্রেটারি আমির আহমেদ মিজান, ট্রেজারার খায়রুল হোসেন ও অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটি সদস্যদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট কাজী আবু তাহের চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি মাহবুব চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার মোহাম্মদ জাকির হোসেন, অর্গানাইজেশন সেক্রেটারি এম জি ফারুক, স্পোর্টস সেক্রেটারি মুজিব খান, ডেভেলপমেন্ট অফিসার লায়েক মুহিত, ইসি মেম্বার মাসুদ আহমেদ, মাসুম আহমদ, বদরুজ্জামান, মুজাহিদ মিয়া, ইকবাল মিয়া, লিয়াকত আলী জামান, ফজলুল মিয়া, আলমগীর হোসেন, মুসলিম খান, সাচ্চু আহমেদ, আবিদুর রহমান চৌধুরী, মামুন আহমেদ, দেলোয়ার হোসেন আহাদ, আব্দুল রহিম সেলিম সরদার, আবু সোয়েব তানজাম, আমিরুন নেছা, রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন। উপদেষ্টা কমিটির আজিজুর রহমান, আব্দুল জলিল, শেখ ফরমুজ আলী, ফখরুজ্জামান খান প্রমুখ।
মেলায় লন্ডন থেকে বিশিষ্ট সংগীতশিল্পীরা যোগ দেন। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী শতাব্দী কর, অপূর্ব কুমার শর্মা, বিজয়া ঘোষ, জান্নাত ইলতুত, সিমরন ঘোষ, ক্লোজ আপ তারকা রানা খান, বিটিভি সংগীতশিল্পী হুমায়ুন ইলতুত, মেহেদী হাসান চোটন, নৃত্যশিল্পী চুমকি মিথরা, সুমন ঘোষ, আখি সাহা, উর্মিলা। শিল্পী শতাব্দীর গানে সাগর তীরে শত শত নারী পুরুষ নেচে উঠেন গানের তালে তালে।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা এনায়েত খান, ফখর আহমেদ, জুয়েল চৌধুরী, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, বিশিষ্ট রেডিও টিভি প্রেজেন্টার শাহাব আহমেদ বাচ্চু, এটিএন বাংলার আসাদুজ্জামান মুকুল, গোলাপগঞ্জ কালচারাল ট্রাস্টের সভাপতি দিলওয়ার হোসেন, সেক্রেটারি মাসুদ আহমেদ, উপদেষ্টা আলতাফ হোসেন বাইস, কবি আবু তাহের, সাংবাদিক আব্দুল মুনিম কারল, মারুফ আহমেদ, নোমান আহমেদ, সাবেক স্পিকার রাজিব আহমেদ, ফারুক আলীসহ সোশ্যাল ট্রাস্টের অনেক সদস্য। সি সাইডে আনন্দ ভ্রমণ শেষে বিশিষ্ট বাউল শিল্পী দেওয়ান শফি মন্ডলকে নিয়ে অনুষ্ঠানে যোগ দিলে দর্শকের বিশেষ অনুরোধে বাউল শিল্পী বেশ কিছু বাউল গান পরিবেশন করেন।
কিবোর্ডে ছিলেন প্রিতম, অক্টোপ্যাডে রিজান, এবং বাংলা ঢোলে ছিলেন সেজান। পোর্টসমাউথ সাগরপারে প্রথমবারের মতো এই মেলায় স্পনসরদের মাঝে ছিলেন গ্লোবেক্স, রিজেন্সী মেডিকেল, গ্রিলারট্রো, হালদি, টিসিএল গ্লোবাল, দি আকাশ, বিসিএন্ডএ, এমএ ফুড, আইবিডি, কাদিরস কিচেন, শালিমার। সহযোগিতায় ছিলেন হবিগঞ্জ অ্যাসোসিয়েশন পোর্টসমাউথ, বাংলা সোসাইটি, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন পোর্টসমাউথ।