অ্যাসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের উদ্যোগে শিক্ষা সফর সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৪
অ্যাসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের উদ্যোগে আলেম উলামা ও সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইংল্যান্ডের ড্রিমল্যান্ড মার্গেট সফর গত ২৪ জুলাই বুধবার সম্পন্ন হয়েছে।
অ্যাসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের সদ্য নির্বাচিত সভাপতি মাওলানা সালেহ আহমদ ভূঁইয়া, সেক্রেটারি মাওলানা আবদুল খালেক শাহেদ, ও ট্রেজারার শেখ মনোয়ার হোসেনের নেতৃত্বে দুটি বড় কোচ যোগে উক্ত আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
এ শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইষ্ট লন্ডন মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল হুসাইন খান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি আব্দুল মুন্তাকিম, অ্যাসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের সাবেক সভাপতি মাওলানা হেলাল উদ্দীন আহমদ ও মাওলানা হাফেজ আব্দুল করীম মামরখানী।
আনন্দ ভ্রমণটি সর্বস্তরের ওলামায়ে কেরাম, ইমাম সাহেবান ও মুআল্লিমগণের অংশগ্রহণে রীতিমতো মিলন মেলায় পরিণত হয়েছে। অনেকে ফ্যামেলি সংঙ্গে নিয়ে আসায় পরিবারের সদস্যদের জন্য ও সফরটি আরো বেশি উপভোগ্য হয়ে ওঠে। সফর চলাকালীন সময়ে গাড়িতে বসে উপস্থিতির উদ্দেশ্যে দারসুল কোরআন পেশ করেন বিশিষ্ট আলেম ইমাম আবুল হুসাইন খান ও বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আব্দুল মুন্তাকিম। নসীহা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মাওলানা আব্দুল করীম মামরখানী, মাওলানা সৈয়দ নাঈম আহমদ ও মাওলানা হেলাল উদ্দীন আহমদ।
গাড়িতে সুললিত কন্ঠে নাশীদ, না’ত ও ইসলামী সংগীত উপস্থাপন করেন মুফতি আব্দুল মুন্তাকিম,মাওলানা গোলাম আম্বিয়া, হাফিজ মাওলানা সালেহ আহমদ ও মুখতার আহমদ মীযান। শেখ মনোয়ার হোসেন সাহেবের সুন্দর উপস্থাপনা ছিল অত্যন্ত আকর্ষণীয়।
ভ্রমণ থেকে ফেরত আসার সময় সকলের পরিচিতি পর্ব থাকায় একে অপরের সাথে সম্পর্ক বৃদ্ধির সুযোগ তৈরি হয়। এ সময় সবাই ব্যবস্থাপকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
আনন্দ ভ্রমণের অংশগ্রহণকারীদের মধ্যে আরো যারা সার্বিক সহযোগিতায় ছিলেন, তাঁদের মধ্যে এসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স ইউকের সহ-সভাপতি হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সুফিয়ান,প্রচার সম্পাদক মাওলানা দেলোয়ার হুসাইন,সহ প্রচার সম্পাদক মাওলানা সুহেল আহমদ,সহ অফিস সম্পাদক হাফিজ মাওলানা কামরুজ্জামান,ইসি মেম্বার হাফিজ সালেহ আহমদ।
আগামীতে অ্যাসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের পক্ষ থেকে আরো গঠনমূলক, শিক্ষণীয় ও আনন্দদায়ক ভ্রমণ ও প্রোগ্রাম আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি