বাংলাদেশে ছাত্র হত্যার প্রতিবাদে নিউক্যাসলে সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪
বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে হত্যার প্রতিবাদে উত্তর-পূর্বে ইংল্যান্ডের নিউক্যাসলে বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলন সমাবেশের আয়োজন করা হয়েছে। গত শনিবার দুপুর ১২টায় সিটি সেন্টারে নিউক্যাসল মনুমেন্টে এই বিক্ষোভের আয়োজন করা হয়। বিভিন্ন সম্প্রদায় থেকে অনেক বিক্ষোভকারী এতে অংশ গ্রহণ করে। এতে তারা বলেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ শতাধিক শিক্ষার্থী নিহত এবং হাজার হাজার আহত হয়েছে।
সরকারি চাকরিতে সংস্কারের পক্ষে ছাত্রদের বিরুদ্ধে পুলিশের সহযোগিতায় শেখ হাসিনার বিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশের সহযোগিতায় সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্ত ছাত্র সংগঠন ছাত্রলীগ (বিসিএল) আওয়ামী লীগ দল বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়, ফলে বেশ কয়েকজন হতাহত হয়।
বক্তারা বলেন, পুলিশ ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বন্দুক ও অন্যান্য গুলি করতে দেখা গেছে বিপজ্জনক অস্ত্র, বাংলাদেশ পুলিশ নিরস্ত্র লোকদের উপর জীবন্ত গুলি চালানোর জন্য হেলিকপ্টার এবং সাঁজোয়া বাহক উভয়ই ব্যবহার করে। যোগাযোগ ব্যবস্থা বিপর্যয় করে এ হামলা পরিচালনা করা হয়। এর ফলে ১৪ বছরের কম বয়সী ৩৫ জনেরও বেশি শিশু নিহত হয়েছে বলে জানা গেছে।
এতে বক্তব্য রাখেন সংগঠক এম এ জামান আরিফ, শাহান চৌধুরী, সাংবাদিক সাইমন রুডোফ। এসময় উপস্থিত ছিলেন নিউক্যাসলের সাবেক লর্ড মেয়র হাবিব রহমান, কাউন্সলির নাবিলা আলী, শেলিম জামান, কবির মাসুম, বদরুল আলম, নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক সাইদুর রহমান, সাথী জামান ব্যবসায়ী কাপ্তান মিয়া, আখলু মিয়া, গাজা সংহতি কর্মী সিলভি ফিসচ প্রমুখ।