শেখ হাসিনা কোথায় যাবেন, এখনও জানে না ভারত
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৪
দেশ ডেস্ক:: পদত্যাগ করে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন কি করবেন, বিদেশে কোন দেশে আশ্রয় নেবেন, নাকি ভারতে থাকবেন- সে বিষয়ে এখনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপডেট কোনো তথ্য নেই।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্য মিন্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৈশওয়াল বলেছেন, বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে। সেখানে এখনও পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। পদত্যাগ করে শেখ হাসিনা গত ৫ই আগস্ট পালিয়ে ভারতে চলে যান। তারপর থেকেই সেখানে অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। কিছু সময় তিনি নয়া দিল্লিতে অবস্থান করবেন বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে ভারতের রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জৈশওয়াল বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী (এস জয়শঙ্কর) এরই মধ্যে ব্যাখ্যা করেছেন যে- স্বল্প সময়ের নোটিশে শেখ হাসিনাকে ভারতে আসতে দেয়া হয়েছে। শেখ হাসিনা কখন ভারত ত্যাগ করবেন? এ প্রশ্নের জবাবে ওই মুখপাত্র বলেন, আমাদের কাছে এখনও তার পরিকল্পনা সম্পর্কে কোনো আপডেট নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থ আমাদের কাছে সর্বাগ্রে। সংখ্যালঘুদের ওপর আক্রমণ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পরিস্থিতি মনিটরিং করছি। এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। ভারতীয় নাগরিক এবং আমাদের হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের কাছে অনুরোধ করেছি। আমরা আশা করি বাংলাদেশের আইন শৃঙ্খলা যাতে দ্রুত পুনঃস্থাপন হয়, যাতে লেনদেন ও জনজীবন স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে।