খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগস্ট সোমবার যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের এক যৌথ প্রস্তুতি সভা শেষে দলীয় এই কর্মসূচীর ঘোষণা করা হয়।
খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আগামী ১৫ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে যথাসময়ে উপস্থিত থাকার জন্য যুক্তরাজ্য বিএনপি, জোনাল কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি